বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ৫০ (পঞ্চাশ) শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে ৬টি শ্রেণি কক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। অত্র বিদ্যালয়ে ৭ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের সামনে বড় একটি খেলার মাঠ, মাঠের পূর্ব পার্শ্বে পাকা রাস্তা, দক্ষিণ-পশ্চিমে বোয়ালী হাটবাড়ী গ্রাম এবং উত্তর পার্শ্বে ফসলের মাঠ। বিদ্যালয়টি ১ শিফ্টে পরিচালিত। বিদ্যালয়টি ৯.০০ মিনিটে শুরু হয় এবং ৪.৩০ মিনিটে শেষ হয়।
এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ব্যক্তিগণ ১৯৭২ সালে বিদ্যালয়টি এলাকার আর্থিক সহায়তায় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রথমে ৪ চালা টিনের ঘর ছিল। ১৯৭৪ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ
ক্রঃ নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
1. | মোঃ আব্দুল মান্নান | সভাপতি | বিদ্যুৎসাহী |
|
2. | মোঃ আবুল কাশেম | সহ-সভাপতি | অভিভাবক |
|
3. | মোঃ রহিজ উদ্দিন | সদস্য | দাতা সদস্য |
|
4. | মির্জা মরিয়ম | সদস্য | বিদ্যুৎসাহী মহিলা |
|
5. | মোঃ রফিকুল ইসলাম | সদস্য | অভিভাবক |
|
6. | মোঃ হাবিবুর রহমান | সদস্য | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি |
|
7. | মোঃ আব্দুল মান্নান খান | সদস্য | ইউপি প্রতিনিধি |
|
8. | কামরুন্নাহার | সদস্য | অভিভাবক |
|
9. | খালেদা | সদস্য | অভিভাবক |
|
10. | মোঃ ওমর আলী | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
|
11. | মোঃ আব্দুছ ছালাম | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
|
সন | পাশের হার |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ৯৬% |
২০১৩ | ১০০% |
সরকারি বৃত্তি প্রাপ্ত, সাধারণ গ্রেড ১ জন ২০১০ ইং।
নারী শিক্ষার অগ্রগতি, বাল্য বিবাহ রোধ, নিরক্ষরতা দূরীকরণ, ক্যাচমেন্ট এলাকার ১০০ ভাগ শিশু ভর্তি ও সমাপনী পরীক্ষায় ১০০% উত্তীর্ণ।
বিদ্যালয়কে শিশুদের নিকট অত্যাধুনিক আকর্ষণীয় ও চিত্ত বিনোদন মূলক করার জন্য স্থায়ী ফুলের বাগান তৈরী করে মনোরম পরিবেশ সৃষ্টি করা হবে। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন প্রকার খেলার উপকরণ বিদ্যালয় মাঠে স্থাপন করা হবে। বিদ্যালয় রক্ষণাবেক্ষণ ও শিশুদের নিরাপদ পরিবেশ সৃষ্টি জন্য বাউন্ডারী ওয়াল করতে হবে।
মোবাইলঃ ০১৭১৭২১৪৮৫৪।
বিভিন্ন শিক্ষাবৃত্তিতে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস