টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজটি শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের অভ্যমত্মরে শাল-গজারির মায়াময় মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। জেলা শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার এবং ঘাটাইল উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শাহপুর টি-জংশন থেকে তিন কিলোমিটার পূর্বে পাহাড়ের ঢাল বেয়ে উঠলেই চোখে পড়ে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের অমত্মর্নিহিত গুণাবলীর যথাযথ বিকাশ সাধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এর শুভ সূচনা। সেনা কর্তৃপক্ষের সক্রিয় প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় গড়ে ওঠা এ শিক্ষা প্রতিষ্ঠানটি তাঁদের তত্ত্বাবধানে বর্তমানে স্বমহিমায় দীপ্যমান। আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে এ প্রতিষ্ঠানকে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রম্নতি এবং প্রক্রিয়া অব্যাহত রয়েছে।‘‘বিকশিত হও ভবিষ্যতের জন্য’’-এ হচ্ছে প্রতিষ্ঠানের মূলমন্ত্র। বর্তমানে লেঃ কর্নেল পদবীর অফিসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
1 | ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন, এডবিস্নউসি পিএসসি, কমান্ডার, ৩০৯ পদাতিক ব্রিগেড, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস | সভাপতি |
2 | মোঃ আকতার হোসেন সহকারী অধ্যাপক, কম্পিউটার শিÿা শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) | শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) |
3 | রম্নবী সুলতানা সিনিয়র শিক্ষক, সামাজিক বিজ্ঞান শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) | শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) |
4 | মোঃ সোলেমান হকঘাটাইল, টাঙ্গাইল | অভিভাবক সদস্য (কলেজ শাখা) |
5 | মোঃ রফিকুল ইসলাম খান জুয়েল ঘাটাইল, টাঙ্গাইল | অভিভাবক সদস্য (স্কুল শাখা) |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
পরীক্ষার বছর | পরীক্ষার্থীর সংখ্যা | ফলাফল (বিভাগ) | পাশের হার | বৃত্তিপ্রাপ্ত | ||||||
১ম | ২য় | ৩য় | মোট পাশ | অকৃতকার্য | ট্যালেন্টপুল | সাধারণ | মোট | |||
২০০৯ | ৪৩ | ৪৩ | - | - | ৪৩ | - | ১০০% | ১০ | ৪ | ১৪ |
২০১০ | ৪৪ | ৪৪ | - | - | ৪৪ | - | ১০০% | ১৪ | ১০ | ২৪ |
| ফলাফল (গ্রেড) |
| ||||||||
২০১১ |
৫০ | A+ | A | A- |
৫০ |
|
১০০% |
১৫ |
৫ |
২০ |
৩৩ | ১৭ | - | ||||||||
২০১২ | ৮৯ | ৭৭ | ১২ | - | ৮৯ | - | ১০০% | ২৫ | ৪ | ২৯ |
২০১৩ | ৮৭ | ৭০ | ১৭ | - | ৮৭ | - | ১০০% | ১৩ | ৪ | ১৭ |
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা
পরীক্ষার বছর | পরীক্ষার্থীর সংখ্যা | ফলাফল (গ্রেড) | পাশের হার | বৃত্তিপ্রাপ্ত | ||||||
এ+ | এ | এ- | মোট পাশ | অকৃতকার্য | ট্যালেন্টপুল | সাধারণ | মোট | |||
২০০৯ | ২৯ | জেএসসি পরীÿা পদ্ধতি চালু ছিল না | ৫ | ১২ | ১৭ | |||||
২০১০ | ৪০ | ৭ | ৩১ | ২ | ৪০ | - | ১০০% | ৭ | ১২ | ১৯ |
২০১১ | ৫৪ | ৩৯ | ১৫ | - | ৫৪ | - | ১০০% | ৯ | ১৮ | ২৭ |
২০১২ | ৫৮ | ৪৮ | ১০ | - | ৫৮ | - | ১০০% | ২১ | ২৩ | ৪৪ |
২০১৩ | ৬০ | ৫৯ | ১ | - | ৬০ | - | ১০০% | ১৮ | ২১ | ৩৯ |
সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা
পরীক্ষার বছর | পরীক্ষার্থীর সংখ্যা | এ+ | এ | এ- | বি | সি | ডি | এফ | মোট পাশ | পাশের হার |
২০১০ | ৩৯ | ৩৪ | ৫ | - | - | - | - | - | ৩৯ | ১০০% |
২০১১ | ৩৬ | ৩২ | ৪ | - | - | - | - | - | ৩৬ | ১০০% |
২০১২ | ৪৭ | ৪৩ | ৪ | - | - | - | - | - | ৪৭ | ১০০% |
২০১৩ | ৪৭ | ৩৪ | ১৩ | - | - | - | - | - | ৪৭ | ১০০% |
২০১৪ | ৬১ | ৫৯ | ০২ | - | - | - | - | - | ৬১ | ১০০% |
হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা
পরীক্ষার বছর | পরীক্ষার্থীর সংখ্যা | এ+ | এ | এ- | বি | সি | ডি | এফ | মোট পাশ | পাশের হার |
২০০৯ | ২০১ | ১৪ | ১০১ | ৫৭ | ২০ | ৬ | - | ৩ | ১৯৮ | ৯৮.৫১% |
২০১০ | ১৭৩ | ১০ | ১০৮ | ৩৯ | ১৩ | ২ | - | ১ | ১৭২ | ৯৯.৪২% |
২০১১ | ১৮৩ | ৫৩ | ১০০ | ২৭ | ৩ | - | - | - | ১৮৩ | ১০০% |
২০১২ | ১৫৯ | ৪৩ | ৮৬ | ২০ | ৬ | - | - | ২ | ১৫৭ | ৯৮.৭৪% |
২০১৩ | ৩১৯ | ৭৩ | ২২০ | ২০ | ১ | ১ | - | ৪ | ৩১৫ | ৯৮.৭৫% |
· এইচএসসি পরীক্ষা ১৯৯৭ এ একজন ছাত্রী ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় ১৯তম ও মেয়েদের মধ্যে ১৩তম স্থান লাভ করে।
· জাতীয় শিÿা সপ্তাহ-২০০১-এ কলেজ শাখা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিÿা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।
· এই প্রতিষ্ঠানের স্কুল শাখা ২০০৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং শতকরা পাসের হার বিবেচনায় ঢাকা বোর্ডের সেরা দশ স্কুলের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করে এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলসমূহের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করে সেনাপ্রধানের ট্রফি অর্জন করে।
· এইচএসসি পরীক্ষা-২০০৪ এ ঢাকা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ দশ কলেজের মধ্যে অষ্টম স্থান লাভ করে।
· ২০১১ সালে গণিত অলিম্পিয়াড আমত্মঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ-এ স্কুল শাখা ২য় স্থান ও কলেজ শাখা ১২তম স্থান লাভ করে।
· ২০১১ সালে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় আমত্মঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে স্কুল শাখা ১ম এবং কলেজ শাখা ২য় স্থান লাভ করে।
· জাতীয় শিশু পুরস্কার-২০১১ এ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং স্বর্ণপদকপ্রাপ্ত হয়।
· ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং শতকরা পাসের হার বিবেচনায় ঢাকা বোর্ডের সেরা বিশ (Top Twenty)স্কুলের মধ্যে যথাক্রমে ৮ম ও ৯ম স্থান লাভ করে।
· ২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং শতকরা পাসের হার বিবেচনায় ঢাকা বোর্ডের সেরা বিশ (Top Twenty)স্কুলের মধ্যে ১৭তম স্থান লাভ করে।
· ২০১২ সালে আমত্মঃ ক্যান্ট স্কুল/কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখা ৩য় স্থান অর্জন করতে সÿম হয়।
· বাংলাদেশের সকল ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে সার্বিক বিবেচনায় ২০১২ সালে অত্র প্রতিষ্ঠান ৪র্থ স্থান অর্জন করতে সÿম হয়।
· ২০১৩ সালে আমত্মঃ ক্যান্ট স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখা আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জন করতে সÿম হয়।
· ২০১৩ সালে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় আমত্মঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে স্কুল শাখা ১ম এবং কলেজ শাখা ৪র্থ স্থান লাভ করে।
২০১৩ সালে গণিত অলিম্পিয়াড আমত্মঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ-এ স্কুল শাখা ৫ম স্থান ও কলেজ শাখা ৯ম স্থান লাভ করে।
· নবনির্মিত একাডেমিক ভবনের ৩য় তলার উপর ৪র্থ তলা নির্মাণ
· ছাত্রাবাস নির্মাণ
· অধ্যক্ষের বাসভবন নির্মাণ
· শিক্ষক-কর্মচারীদের কোয়ার্টার নির্মাণ
· ডিগ্রী কোর্স চালুকরণ
অডিটোরিয়াম নির্মাণ
· টেলিফোন নম্বর - সামরিকঃ ০৯২২৫-৫৬২০০ বর্ধিত ৩১৬৯/৩১৭০
বেসামরিকঃ ০৯২২৫-৫৬৩১৫
· মোবাইল নম্বর - ০১৭৬৯১৯৩১৭০, ০১৭১৫০৮২৭১৪, ০১৯৭৫০৮২৭১৪
ই-মেইল - gcpsc91@gmail.com, gcpsc91@yahoo.com
জাহানারা বেগম এইচএসসি পরীক্ষা ১৯৯৭ এ ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় ১৯তম ও মেয়েদের মধ্যে ১৩তম স্থান লাভ করেছিল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস